মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে এক বিজেপি নেতার মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে টানা দ্বিতীয় দিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, কিছু রাজনৈতিক দল দাঙ্গা বাঁধাতে চায়। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির ‘পাপে’ সাধারণ মানুষ ভুগবে কেন তৃণমূল কংগ্রেস প্রধান গতকাল সেই প্রশ্নও তুলেছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
এক টুইটে তিনি বলেন, আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়– কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? খবর বিডিনিউজের।
মহানবীকে (সা.) নিয়ে বিজেপির মুখপাত্রের দায়িত্বে থাকা নূপুর শর্মা ও নভিন জিন্দালের বিতর্কিত মন্তব্য ভারতের পাশাপাশি অন্য দেশের মুসলমানদেরও ক্রুদ্ধ করেছে। শুক্রবার কলকাতার কাছে হাওড়াতে অনুষ্ঠিত প্রতিবাদ পরে সহিংসতায় রূপ নেয়। গতকাল সকালেও জেলাটির পাঁচলা বাজার এলাকায় সংঘর্ষ হয়েছে। কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
ঝাড়খণ্ডে সহিংসতায় নিহত ২ : ঝাড়খণ্ডের রাচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত ও ৪ পুলিশ সদস্যসহ ডজনখানেক আহত হয়েছে। উত্তর প্রদেশের একাধিক শহরেও সংঘর্ষ হয়েছে, সেখানে গ্রেপ্তার ছাড়িয়েছে দুই শতাধিক। পরিস্থিতি মোকাবেলায় ভারতের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে।