বিজিসি ট্রাস্টের শিক্ষার্থীদের যাতায়াতে লোকাল ট্রেন চাই

| সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের বাতিঘর খ্যাত ইঞ্জিনিয়ার আফছার উদ্দিনের প্রতিষ্ঠিত চন্দনাইশ উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান বিজিসি ট্রাস্ট, এই ট্রাস্টের অধীনে এখানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, হাসপাতাল, স্কুল সহ বেগম ওসমান আরা নার্সিং কলেজের মত বহু শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত, আর এই শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিদেশের বহু শিক্ষার্থী অধ্যয়নরত, প্রতিদিন শত শত শিক্ষার্থির পদচারণায় মুখরিত সুবিশাল এই ক্যাম্পাস, বেশির ভাগ শিক্ষার্থী চট্টগ্রাম শহর থেকে আসা যাওয়া করে, প্রতিষ্ঠানের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকলেও চট্টগ্রাম শহর থেকে বিজিসি ট্রাস্টে আসার পথে প্রতিনিয়ত যানজটের শিকার হতে হয়, অথচ বিজিসি ট্রাস্টের পাশেই রয়েছে চট্টগ্রামদোহাজারী ট্রেন লাইন যা অনেকটাই অবহেলিত, বর্তমানে সরকার এই লাইনে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচলে উন্নিতকরণের কাজ করছে, এমতাবস্থায় নির্বিঘ্নে ক্যাম্পাসে আসা যাওয়া ও চন্দনাইশবাসীর জরুরি প্রয়োজনে ক্যাম্পাসের পাশে অবস্থিত রেল লাইনে অস্থায়ী রেল স্টেশন স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।

এম এ হোসাইন

চন্দনাইশ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ রফি : কিংবদন্তি সঙ্গীতশিল্পী
পরবর্তী নিবন্ধবিভীষণ