দক্ষিণ চট্টগ্রাম ও গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক স্বাস্থ্য সেবা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অপারেশন থিয়েটার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিন হোসাইন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকত (অব.), পরিচালক (হাসপাতাল), পরিচালক (প্রকৌশল), ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, ডিজিএম (প্রশাসন) এ.এফ.এম মোদাচ্ছের আলী সহ সকল বিভাগীয় প্রধানরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই বৃহৎ অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধনের ফলে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল গণ মানুষের স্বাস্থ্য সেবায় আরো একধাপ এগিয়ে গেল। হাসপাতালের দ্বি-তল ভবনে কয়েকটি পৃথক অপারেশন থিয়েটার নিয়ে এই কমপ্লেক্স তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে পরিত্রাণ, বাংলাদেশের মানুষ ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ম্যানেজার হাবিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।