চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার অর্থোপেডিক সার্জারি বিভাগের তত্ত্বাবধানে এডভান্সড ট্রমা লাইফ সার্পোট (এটিএলএস) ওয়ার্কশপের আয়োজন করা হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অরুপ দত্ত বাপ্পী’র সভাপতিত্বে এই কর্মশালা পরিচালনা করেন অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাগর আজাদ ও কন্সালট্যান্ট ডা. আরিফুর রহমান আশিক। ডা. এস এম জাহেদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (হাসপাতাল) ক্যাপ্টেন (অব🙂 ডা. খায়রুদ্দিন বরকত, অধ্যাপক ডা. এস এম তারিক ও অন্যান্য সকল বিভাগীয় প্রধান, শিক্ষক–শিক্ষিকাগণ। সকাল ৯ টা হতে শুরু হওয়া এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলো ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দ। দিন ব্যাপী এই আয়োজনে ছিলো সেমিনার ও হ্যান্ডস অন ট্রেনিংস।
অনুষ্ঠানে অতিথিরা বলেন– দ্রুততম সময়ে, সঠিক, যুগোপযোগী ও মানসম্মত হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা প্রয়োগে এটিএলএস আয়ত্তে রাখা অতীব জরুরি। অংশগ্রহণকারী চিকিৎসকদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে রাত ৮টায় এই বিশেষ কর্মশালা সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।