বিজিসি ট্রাস্ট ভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের এলবিয়ন পরিদর্শন

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ৩৩তম ব্যাচের ছাত্রছাত্রীরা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সীতাকুন্ডে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড পরিদর্শন করেছে। বিভাগের প্রভাষক মুরাদুর রহমানের তত্ত্বাবধানে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডর প্রধান উপদেষ্টা মো. নেজাম উদ্দিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেশের রপ্তানিমুখী শিল্পের মধ্যে ওষুধ শিল্প অন্যতম। এই শিল্পের উন্নয়নে প্রয়োজন দক্ষ ফার্মাসিস্ট। যেহেতু ওষুধ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেহেতু গুণগতমান বজায় রেখে এই শিল্পের বিকাশে একজন ফার্মাসিস্ট হিসেবে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু লেখাপড়া করলেই হবে না আপনাদের নতুন নতুন গবেষণার মাধ্যমে কঠিন রোগ মহামারি থেকে মানুষকে রক্ষা করতে হবে এবং আপনারাই সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন।আপনাদের জন্য সবসময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

পরিদর্শন বিষয়ে ছাত্রছাত্রীরা বলেন, ওষুধ শিল্প প্রতিষ্ঠান কিভাবে তাদের প্রোডাক্টগুলো তৈরী করছে তা স্বচক্ষে অবলোকনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। যা আমাদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লেখাপড়ার পাশাপাশি আজকের এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ,এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড

কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে পুরকৌশল বিভাগে কর্মশালা
পরবর্তী নিবন্ধবিসিবি থেকে মাসে দশ লাখ টাকা বেতন পাবেন কিউরেটর টনি হেমিং