বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের আধুনিক মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধনী অনুষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড.এস এম শোয়েভ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, বিভাগের প্রভাষক সরওয়ার কামাল, প্রভাষক মো. নকিব, প্রভাষক নঈম উদ্দিন, প্রভাষক তাসনুভা তাহসীন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা একটি চর্চার বিষয় শুধু পুঁথিগত জ্ঞান দিয়ে এই পেশার ভিত গড়া যায় না। বাস্তব অনুশীলন, মাঠের অভিজ্ঞতা, এবং প্রযুক্তির দক্ষ ব্যবহার এই তিনটি বিষয়েই ভবিষ্যতের সাংবাদিক গড়ে ওঠে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে আজ যে মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধন হলো, তা কেবল একটি কক্ষ নয়, এটি হলো ভবিষ্যৎ সাংবাদিক তৈরির একটি আধুনিক কর্মশালা। তিনি বলেন,এই ল্যাব থেকে একদিন সব দক্ষ গণমাধ্যমকর্মী বেরিয়ে আসবে, যারা সমাজ বদলের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে।
রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ বলেন, আজকের বিশ্বে সাংবাদিকতা একটি মাল্টিডাইমেনশনাল পেশা। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে এবং এই মাল্টিমিডিয়া ল্যাব তার প্রমাণ। শিক্ষার্থীরা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে কাজ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। এখন এই ল্যাবের সংযোজন তাদের আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। নতুন এই মাল্টিমিডিয়া ল্যাবে ভিডিও ও অডিও এডিটিং ফ্যাসিলিটি, নিউজ প্রেজেন্টেশন ডেস্ক, মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ এবং ফ্যাক্টচেকিং অনুশীলনের সুবিধা রয়েছে। এদিন মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধনের সংবাদ পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থী অর্পিতা ঘোষ ও ফাহাদ ইবনে মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।