বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইনফরমেশান টেকনোলজি ক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ক্লাবের প্রধান উপদেষ্টা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ। স্বাগত বক্তব্য রাখেন আইটি ক্লাবে উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ফারহানা নাসরিন। আইটি ক্লাবের সদস্য শাহরিয়ার সায়মাল ও সৈয়দা তাশনিয়া তাবাস্সুমর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইটি ক্লাবের উপদেষ্টা ইংরেজী বিভাগের শিক্ষক মো. ইমরান চৌধুরী, আইন বিভাগের শিক্ষক তওহিদুল ইসলাম জিহাদী, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক সরোয়ার কামাল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিজোয়ানা হক ও ফার্মেসী বিভাগের শিক্ষক কাজী সানজিদা তাহরিম প্রমূখ। উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব বলেন, তথ্য প্রযুক্তিখাত বর্তমান সময়ে পৃথিবীর চালিকা শক্তি। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও বিশ্বের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করার জন্য প্রতিনিয়ত সময়োপযোগী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে যুগোপযোগী, দক্ষ মানবসম্পদ তৈরি করার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি আশা করি সেই লক্ষ্যে আইটি ক্লাব তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।