বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস স্টুডেন্ট সোসাইটির (বিএসএস) নব নির্বাচিত কমিটির অভিষেক এবং শপথ গ্রহণ ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইনচার্জ ড.এস.এম শোয়েভ। বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ধীমান বড়ুয়া, তাওসিফ কামাল্ সায়েম মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, প্রক্টর ইনচার্জ ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক রোজিনা আকতার, উম্মে সালমা হক। প্রধান অতিথি বলেন, নেতৃত্বের বড়গুণ হচ্ছে সকলকে একসাথে নিয়ে কাজ করা। আমি আশা করবো আজকে যারা এই কমিটির সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন তারা সুনাগরিক হিসেবে সমাজ এবং দেশের উন্নয়নে কাজ করবেন।
বিএসএস এর নব নির্বাচিত কমিটিতে ব্যবসায় প্রশাসনের ছাত্র তাওসিফ কামাল ভাইস প্রেসিডেন্ট, সায়েম মান্নান জেনারেল সেক্রেটারী, আদিলা আনজুম ট্রেজারার, মারুফুল হায়দার অর্গানাইজিং সেক্রেটারী, মো. সাবিত এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট, ফাহিম আবরার এ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারী, সরোয়ার ইবনে কাসেম এ্যাসিসটেন্ট ট্রেজারার, সৈয়দ নাজেদুল ইসলাম এ্যাসিসটেন্ট অর্গানাইজিং সেক্রেটারী, আবদুল্লাহ আল শাহরিয়ার স্পোর্ট্স ক্লাব চীফ, সৌরভ রায় কালচারাল ক্লাব চীফ, তাসবাউল হাসান আলিফ স্যোসাল রেসপন্সসিবিলিটি ক্লাব চীফ, সাগর তৌফিক ডিবেট ক্লাব চীফ, ইসফাত মাহমুদ বিজনেস এন্ড স্কীল ডেভোলেপমেন্ট চীফ হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধান অতিথি নব গঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি।