বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ইংরেজী বিভাগের সারকেল অব ইংলিশ ল্যাংগুইজ এন্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে এক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে শেঙসপিয়ার এর বিশ্ব বিখ্যাত হেমলেট নাটক অবলম্বনে নির্মিত চলচিত্র ‘হেমলেট মুভিটি’ প্রদর্শিত হয়। ইংরেজী বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে প্রদর্শনীতে ইংরেজী বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিভাগের ছাত্র-ছাত্রীদের সংগঠন সারকেল অব ইংলিশ ল্যাংগুইজ এন্ড লিটারেচার ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী বলেন, পৃথিবীর সভ্যতার ক্রমবিকাশে ইংরেজী সাহিত্যের অবদান অনস্বীকার্য। বিশ্ব বিখ্যাত ইংরেজ কবি শেঙপিয়ার তার অনবদ্য সব নাটকের মাধ্যমে বিশ্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
তিনি বলেন, ইংরেজী বিভাগের ছাত্র-ছাত্রীরা আজকের হেমলেট চলচিত্র প্রদর্শনীর পাশাপাশি আগামী দিনে ইংরেজী সাহিত্যের অন্যান্য বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিকদের চলচিত্র, নাটক সমূহের প্রদর্শনীর আয়োজন করবে। প্রেস বিজ্ঞপ্তি।