বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে উচ্চ শিক্ষা বিষয়ক ওয়েবিনার

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চ শিক্ষা সংক্রান্ত দিক নির্দেশনা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। অতিথি ছিলেন বিজিসি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য আফরিন আহমদ হাসনাইন। আলোচক ছিলেন চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, বিজিসি একাডেমির (স্কুল এন্ড কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহেদুল ইসলাম, এডভোকেট মো. আজিম উদ্দিন, শিক্ষার্থী মো. রাজিব হোসেন রিফাত প্রমুখ। ওয়েবিনারে বক্তারা বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্ররা সঠিক দিক-নির্দেশনার অভাবে ভোগে। বর্তমানে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা। তাই বিশ্ববিদ্যালয়ে বিষয় নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীর মেধা, বিষয়ের প্রতি আগ্রহ ও কর্মক্ষেত্রে প্রায়োগিক অবস্থান বিবেচনা করা উচিত। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ারের সঞ্চালনায় ওয়েবিনারে বিজিসি একাডেমির (স্কুল এন্ড কলেজ) অভিভাবকবৃন্দ সংযুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোকনাথ ফাউন্ডেশন ইউএসএর ত্রাণ ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধকমার্স কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি