বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ২য় থেকে ৮ম সেমিস্টারের অনলাইন সেশন ইনসেপশন প্রোগ্রাম গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক খালেদ বিন চৌধুরী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউনিভর্ার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। তিনি বলেন, করোনা মহামারীর শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার সাথে সাথে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি।
ফলে শিক্ষার্থীরা যথাসময়ে সেশন শেষ করতে পারছে। তিনি ইংরেজি বিভাগকে রয়েল ডিপার্টমেন্ট হিসেবে আখ্যা দেন এবং শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. কামাল উদ্দিন আহমদ। বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট ইউনিভর্ার্সিটির ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার। সঞ্চালনায় ছিলেন প্রভাষক রিনি দত্ত। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তাহেরা পারভীন ও সাকিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।