বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের উদ্যোগে বর্ণিল আয়োজনের মাধ্যমে বিদায় অনুষ্ঠান–২০২৫ আইন বিভাগের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ফ্রিডম স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এস. এম. শোয়েভ।
আইন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আশপিয়া ও প্রণয় দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও আইন বিভাগের প্রভাষক মো. তৌহিদুল ইসলাম জিহাদী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, এডভোকেট তাসনুভা নূর, প্রভাষক ফারহাত ইসলাম, প্রভাষক প্রাঞ্জল দত্ত, অহনা দাশ। অনুষ্ঠানে বিদায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে নাঈমুল হোসেইন ও রাফসানুর রহমান রাকিব বক্তব্য প্রদান করেন। ৩৩ ও ৩৪তম ব্যাচের দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, নাটিকা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আইন বিভাগের শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।











