বাংলাদেশ–ভারত সীমান্তে হত্যাবন্ধ, চোরাচালান রোধ, পারস্পরিক তথ্য আদান–প্রদানের মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী বিজিবি–বিএসএফ রিজিয়ন কমান্ডার এবং ফ্রন্টিয়ার আইজি পর্যায়ের বৈঠক। গতকাল দুপুরে নগরীর হালিশহরে বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়নের সদর দপ্তরে বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সম্মেলনে বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ১৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন। অপরদিকে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের ফ্রন্টিয়ার আইজি প্রদীপ কুমারের নেতৃত্বে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ মেঘালয় এবং মিজোরাম ও কাচার ফ্রন্টিয়ারের আইজি ছাড়াও সংশ্লিষ্ট সেক্টরের ডিআইজি, বিএসএফের স্টাফ অফিসার, ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চোরাচালান, সীমান্ত হত্যা বন্ধ এবং অবকাঠামো নির্মাণের বিষয়ে আলোচনা করা হয়। অন্যদিকে ভারতের পক্ষ থেকে গবাদি পশুর চোরাচালান ও নিরাপত্তা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে।