চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র হল রুমে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিইপিজেড’র অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ঐকউ ঙঁঃফড়ড়ৎ ওহহড়াধঃরড়হং খঃফ. এর ব্যবস্থাপনা পরিচালক রাফাত হোসাইন। সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, এ বিশ্ববিদ্যালয় বিজিএমইএ’র একটি অনন্য উদ্যোগ। তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবুল কালামের ভাষায় বলেন, স্বপ্ন যেন আমাদের শিক্ষার্থীদের সবসময় তাড়িত করে। বিশ্ববিদ্যালয়ে পঠিত কোর্সসমূহ অধিকাংশই ব্যবহারিক, ল্যাব ও প্রযুক্তিজ্ঞাননির্ভর, তাই ক্লাসে উপস্থিতি নিশ্চিত না হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। তিনি ক্লাসে শিক্ষার্থীদের যথাযথ উপস্থিতির বিষয়ে অভিভাবকদের কঠোর মনিটরিংয়ের উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি বলেন, পোশাকশিল্পে প্রতিনিয়ত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, তিনি তাঁর শিল্প প্রতিষ্ঠান ঐকউ লিমিটেডের ডিজাইন এন্ড ইনোভেশন টিমে সিবিইউএফটির শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান প্রজন্মকে আরো বিস্তৃত পরিসরে সম্পৃক্ত হতে হবে। কেননা এসব নতুন নতুন প্রযুক্তি আগামীর শিল্পায়নকে নেতৃত্ব দিবে। ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম বলেন, আত্ম–উপলব্ধির মাধ্যমে নিজেকে নিজে মোটিভেট করাই সেরা মোটিভেশন, এতে সমাজ ও জাতি উপকৃত হবে। ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। বক্তব্য রাখেন ডিন মো. মশিউর রহমান ও এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা। প্রেস বিজ্ঞপ্তি।