বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) পরিচালনা পরিষদের ২০২১-২০২৩ মেয়াদের চট্টগ্রাম অঞ্চলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২টি ভোট বাতিল হয়। এবারের নির্বাচনে জসিম উদ্দিন চৌধুরী ও ইকবাল সমর্থিত পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের ৫ পরিচালক পদের মধ্যে এবিএস কার্টুন অ্যান্ড এঙেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল সর্বোচ্চ ৫৪ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হন। এছাড়া জেএসএন এন্টারপ্রাইজ লিমিটেডের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম চৌধুরী ৫৩ ভোট, জাস এঙেসরিজের আবদুল ওয়াজেদ ৫০ ভোট, প্রাইম লেবেল অ্যান্ড এঙেসরিজের ইকবাল পারভেজ ৪৭ ভোট এবং মিলেনিয়াম এন্টারপ্রাইজের এনামুল হক ৪৫ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এর আগে গত মাসের শেষের দিকে ঢাকা অঞ্চলের ১৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিজিএপিএমইএর ১৬ জন পরিচালক হলেন-বিসমিল্লাহ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মোজাহারুল হক শহিদ, আদজি ট্রিমসের শাহরিয়ার আহমেদ, টোয়াইস পলি ব্যাগ থ্রেড ইন্ডাস্ট্রিজের সালেহ আহমেদ বাবু, সেনজেন মেটাল লিমিটেডের ওমর ফারুক, ইউনিয়ন লেভেলের মনিরুজ্জাম মোল্লা, সানস প্যাকেজিংয়ের একেএম মোস্তফা সেলিম, ক্লাসিক কার্টন লিমিটেডের মোয়াজ্জেম হোসেন মতি, গোল্ডেন ক্রাউন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের হাসানুল করিম তমিজ, শিমুলিয়া ফ্যাশন ওয়্যারের খান নজরুল ইসলাম হান্নান, এসএনডি স্কয়ার ইন্টারন্যাশনালের সাইফুল ইসলাম সবুজ, নিঙন বঙ ইন্ড্রাস্ট্রিজের সুলতানুল ইসলাম তারেক, সেলিনা অ্যাকসেসরিজ লিমিটেডের রফিকুল ইসলাম চৌধুরী, আর এসএস থ্রেডের আবদুন নুর, এজেড ট্রিম লিমিটেডের আতিকুর রহমান, প্যারামাউন্ড এঙেসরিজ লিমিটেডের মনির উদ্দিন আহমেদ এবং হৃদয় রিফাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জহির উদ্দিন আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি।