একাত্তরের যুদ্ধদিনে
হুট করে বুম বুম
গ্রেনেড গুলি ছুড়তো মেরে
চারদিকে ধুম ধুম ।
পাক বদরের ছুটোছুটি
কোন দিকে কে যায়
শহর বন্দর গ্রাম ও গঞ্জে
সকল সীমানায়।
“বিচ্ছু” নামে পরিচিতি
ঘুচায় তিমির রাত
লড়াই লড়াই লড়াই করে
আনলো সুপ্রভাত।
আ ফ ম মোদাচ্ছের আলী | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ
