বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম ছিলেন বিচিত্র গুণে গুণান্বিত। বিশ্ববরেণ্য এই মানুষটি বিজ্ঞানী হিসেবে খ্যাত হলেও তিনি ছিলেন একাধারে সংগীতজ্ঞ, চিত্রশিল্পী ও সাহিত্যিক। এই সব গুণের সমন্বয় ঘটেছিল বলে তিনি ছিলেন বিরল মানবতাবাদী ও পরিপূর্ণ মানুষ। সর্বোপরি সত্যিকারের এই দেশপ্রেমিক ব্যক্তিত্বটি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রায় চৌদ্দ বছর যাবত সদারঙ্গের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রজ্ঞাপূর্ণ ও মননশীল চিন্তায় সদারঙ্গ এগিয়েছে বহুবছর। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে অনুষ্ঠিত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে সভায় উপরিউক্ত মন্তব্য করেন বক্তারা।
রাজীব দাশের সঞ্চালনায় আলোচনা পর্বে অংশগ্রহণ করেন সদারঙ্গের প্রতিষ্ঠাতা পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী, সদারঙ্গের সভাপতি ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও প্রফেসর ড. অঞ্জন চৌধুরী। রাগ চারুকেশী আলাপের মাধ্যমে অনুষ্ঠানের ২য় পর্বে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নরেন চক্রবর্তী, তবলায় সঙ্গত দেন শিল্পী রাজীব চক্রবর্তী, হারমোনিয়ামে ছিলেন প্রমিত বড়ুয়া এবং তানপুরায় ছিলেন পাপিয়া ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।