জনপ্রিয় সুরকার-গায়ক-সংগীত পরিচালক ইবরার টিপু সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’-এর বিচারক হয়েছেন। তার সঙ্গে রয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। এবারই প্রথম রিয়েলিটি শোর বিচারক হলেন তিনি। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। এ প্রসঙ্গে ইবরার টিপু বলেন, আরটিভি সব সময়ই ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভালো লাগছে।