চট্টগ্রাম আদালতে বিচারককে ‘ঘুষ সাধার অভিযোগে’ এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট–৩ এর বিচারক সরোয়ার জাহানের আদালতে একটি পারিবারিক মামলার নথির সাথে করে বিচারককে ঘুষ সাধার এ ঘটনা ঘটে। আদালতের প্রসিকিউশন শাখার পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত কনস্টেবলের নাম মো. দুলাল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। নগর পুলিশের জিআর শাখায় (বায়েজিদ) কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
নগর পুলিশের উপ–কমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। শোনার সাথে সাথেই ব্যবস্থা নিয়েছি। দায়িত্ব থেকে ক্লোজ করে দামপাড়া পুলিশ লাইনে তাকে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) এ বিষয়ে সিএমপি কমিশনারের সাথে আলাপ–আলোচনা করব।
আদালতসূত্র জানায়, পারিবারিক সহিংসতার একটি মামলার নথি নিয়ে বিচারকের সাথে সাক্ষাৎ করতে যান কনস্টেবল মো. দুলাল মিয়া। এ সময় তিনি নথির সাথে করে একটি টাকার বান্ডিলও দেন। পাশাপাশি আসামির জামিনের জন্য সুপারিশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদর্শন করেন এবং উর্ধ্বতনদের ডাকেন এবং তাকে আটক করার নির্দেশ দেন। একপর্যায়ে উর্ধ্বতনরা গিয়ে দুলাল মিয়াকে সেখান থেকে নিয়ে যায়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে বিচারককে জানানো হয়।
পুলিশ কর্মকর্তা এএএম হুমায়ুন কবির বলেন, এমন একটা ঘটনা ঘটেছে, আমাদের ডাকা হবে সেটাই স্বাভাবিক। আমাদের এডিসি (প্রসিকিউশন) ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে যান এবং এডিসির রুমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।