বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট পরিস্থিতির সমাধান

চট্টগ্রাম আদালতে হট্টগোল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত২ এর বিচারক অলি উল্লাহর বিরুদ্ধে আর কোন অভিযোগ নেই আইনজীবীদের। গত মঙ্গলবারের একটি ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধান হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। তিনি বলেন, গত মঙ্গলবার ও গত বুধবারের ধারাবাহিকতায় গতকালও জেলা ও দায়রা জজ ও মহানগর দায়রা জজের সাথে আমাদের আলোচনা হয়েছে। বার ও বেঞ্চের ঐতিহ্য ও ভ্রাতৃত্ব রক্ষায় একটা সিদ্ধান্ত হয়েছে এবং বিষয়টির একটি সমাধান হয়েছে। আমাদের আর কোন অভিযোগ নেই। কোন শর্ত ছাড়াই বিষয়টির সুরাহা হয়েছে। বিচারক অলি উল্লাহ বিচার কাজ পরিচালনা করবেন। আজকেও (গতকাল) তিনি বিচার কাজ পরিচালনা করেছেন। জেলা ও দায়রা জজ ও মহানগর দায়রা জজের সাথে আমাদের আলোচনা শেষে তিনি এজলাসে উঠেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার একটি মামলার শুনানিতে বিচারক অলি উল্লাহর সাথে তর্কাতর্কি হয় আইনজীবীদের। এর জেরে বিচারক অলি উল্লাহ এজলাস থেকে নেমে যান। অন্যদিকে আইনজীবীরা বিচারক অলি উল্লাহর বিরুদ্ধে বিক্ষোভ করেন। সেদিন বিচারক অলি উল্লাহ আর এজলাসে উঠেননি। পরদিন বুধবার তিনি এজলাসে উঠলে আইনজীবীরা ফের প্রতিবাদ জানান। এর জেরে বিচারক অলি উল্লাহ ফের এজলাস থেকে নেমে যান।

পূর্ববর্তী নিবন্ধনয়াবাজারে টায়ার কারখানায় আগুন
পরবর্তী নিবন্ধদিল্লিতেই আছেন শেখ হাসিনা, থাকছেন একটি সুরক্ষিত বাংলোয়