গতকাল নগরীর মেহেদীবাগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ‘বিগবেলি’ মাল্টি কুজিন রেস্টুরেন্টের উদ্বোধন হয়ে গেল। রেস্টুরেন্টের উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার শিব শংকর সাহা (উদ্যোক্তা চেয়ারম্যান ম্যাক্স হসপিটাল), গোলাম বাকি মাসুদ (এমডি ইনফোনিয়া), শহিদুল হক আজাদ (এমডি উৎসব সুপার শপ), এইচ এম সালাউদ্দিন (বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কার্যকরী সদস্য চট্টগ্রাম সিটি), সৌমিত্র চৌধুরী (ম্যানেজার কমার্শিয়াল ব্যাংক অফ সিলন)। অনুষ্ঠানে পরিচালক পক্ষের মধ্যে উপস্থিত ছিলেন রওনক রহমান, সিরাজুল মামুন, অনুপম চক্রবর্তী, জাহিদুর রহমান, শক্তিপদ চৌধুরী।
রেস্টুরেন্টে মাল্টি কুজিন স্বাস্থ্যকর খাবার, কিডস জোন, লাইভ মিউজিক, প্লে স্টেশন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের করার সুব্যবস্থা আছে। প্রেস বিজ্ঞপ্তি।