বিক্ষোভের মুখে কোভিড বিধিনিষেধ শিথিল করছে চীন

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

গণবিক্ষোভের মুখে কিছু কোভিড বিধিনিষেধ শিথিল করে দৈনিক করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও কঠোর কোভিডনীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে চীন। চীনের সাংহাই এবং গুয়াংঝুর কয়েক ডজন জেলা এবং বিভিন্ন নগরীতে কোভিড শনাক্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। তার মধ্যেও বৃহস্পতিবার ওইসব এলাকা লকডাউন মুক্ত করা হয়েছে। বিবিসি জানায়, গুয়াংঝুর মতো প্রধান নগরীগুলোতে বুধবার হঠাৎ করেই কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হয়। খবর বিডিনিউজের।

গুয়াংঝুতে কঠোর কোভিড নীতিবিরোধী সহিংস বিক্ষোভ এবং পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হওয়ার কয়েকঘন্টা পর এমন পদক্ষেপ নেওয়া হয়। রাজধানী বেইজিংয়ের একটি কমিউনিটিতেও মৃদু উপসর্গ থাকা কোভিড রোগীদেরকে বাড়িতেই আইসোলেশনে থাকার অনুমতি দেওয়া হয়েছে। যেখানে আগে এমনকী একজন কোভিড আক্রান্ত রোগী পাওয়া গেলেও পুরো ভবন এবং কমিউনিটিকেই লকডাউন করে ফেলা হত। সাংহাই এবং চংকিং এর মতো অন্যান্য প্রধান নগরীতেও কিছু কিছু কোভিড বিধিনিষিধ শিথিল করা হয়েছে। চীনের মহামারী বিষয়ক সবচেয়ে উর্ধ্বতন এক কর্মকর্তা ও উপপ্রধানমন্ত্রী বলেছেন, ভাইরাসের রোগসৃষ্টির ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া, অনেক মানুষই টিকা নিয়ে ফেলেছে এবং ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখার অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তার এমন মন্তব্যের পর কোভিড বিধিনিষেধ শিথিলের এই উদ্যোগ এল। কর্তৃপক্ষ কিছুদিন আগেই জিরোকোভিড নীতি চালিয়ে যাওয়া দেশের জন্য দরকার বলে যে বার্তা দিয়েছিল এখনকার এই অবস্থান তার ঠিক বিপরীত। কোভিড১৯ সংক্রমণের বিস্তার রোধে গত কয়েক মাস ধরে চীন সরকার দেশজুড়ে ‘শূন্য কোভিড নীতি’ বাস্তবায়ন করছে। দীর্ঘদিন ধরে কঠোর লকডাউন চলার কারণে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅভিসংশনের হুমকির মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধশীর্ষ নেতার মৃত্যুর ঘোষণা, নতুন নেতার নাম জানাল আইএস