বিক্ষোভের মধ্যে আশুলিয়া-সাভারে ১৩০ গার্মেন্ট কারখানা বন্ধ ঘোষণা

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখান করে শ্রমিকদের আন্দোলনবিক্ষোভের মধ্যে সাভারের শিল্পাঞ্চলের ১৩০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার শিল্প পুলিশ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বন্ধ হওয়া কারখানার মধ্যে ১০০টি আশুলিয়া অঞ্চলের আর বাকি ৩০টি সাভারের। খবর বিডিনিউজের।

গতকাল একসঙ্গে ১৩০ কারখানা বন্ধের তথ্য জানিয়ে পুলিশ সুপার বলেন, অনেক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। তারা কার্ড পাঞ্চ করে কারখানায় ঢুকে হাজিরা দেন। কিন্তু ভেতরে আর কাজ করেন না। বেশকিছু কারখানায় শ্রমিকরা কাজ না করে নানাভাবে শ্রমিকদের উসকানি দেন। এসব বিবেচনায় কারখানাগুলোকে চিহ্নিত করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সারোয়ার আলম বলেন, আশুলিয়ার অন্যান্য কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজ চলছে। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃক্সখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সকালে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, বেরণ, নরসিংহপুর, সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিক কাজে যোগদান করতে গিয়ে ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পায়। বন্ধ হয়ে যাওয়া কারখানার ফটকের সামনে শ্রমিকরা জড়ো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা চলে যায়।

কারখানার সামনে লাগানো নোটিশে লেখা রয়েছে, ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত কারখানার শ্রমিকরা বেআইনিভাবে কাজ বন্ধ রেখে হাজিরা দিয়ে বেরিয়ে যায়। এছাড়া কারখানার ভিতরে ও বাহিরে ভাঙচুর, মারামারি, ভয়ভীতি প্রদর্শনসহ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। তাই, বেআইনি ধর্মঘটের কারণে কোনো ক্রমেই প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয় বিধায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ () ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।

পূর্ববর্তী নিবন্ধএকটি কাঠের সেতু আর ৬০ বছরের অবহেলা
পরবর্তী নিবন্ধশেষটা জয় দিয়ে রাঙালো ইংল্যান্ড