বিক্ষোভের ডাক, পিঠ দেয়ালে বললেন রানা দাশগুপ্ত

আজাদী ডেস্ক | বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

ধর্ম অবমাননার কল্পিত অভিযোগ তুলে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলাসহ সাম্প্রদায়িক সন্ত্রাস, শিক্ষার্থীদের গ্রেপ্তার-হয়রানি বন্ধের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেছেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে জেলা-উপজেলা, মহানগর ও বিভাগীয় শহরের মূল সড়কের সংযোগস্থলে গণঅবস্থান এবং বিক্ষোভ মিছিল করা হবে। ঢাকায় শাহবাগ চত্বরে এবং চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে এই কর্মসূচি পালন করা হবে।
ফেসবুকে ধর্মীয় বিদ্বেষপূর্ণ গুজব ছড়ানোর অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের সাইবার আইনে ফাঁসাতে একটি অ্যাপস ব্যবহার করা হচ্ছে বলেও আমরা জেনেছি। এই অ্যাপসের মাধ্যমে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের ছবি দিয়ে ধর্মীয় উসকানিমূলক গুজব ছড়ানো হচ্ছে। সাম্প্রতিককালে রাকেশ চক্রবর্তী ও রণী সত্যার্থী নামে দু’জনকে এই অ্যাপসের মাধ্যমে ফাঁসানো হয়েছে, তারা এখন ডিজিটাল আইনে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। কথিত ধর্ম অবমাননার জিকির তুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল করে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, তাপস হোড় ও চন্দন বিশ্বাসসহ ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসোনাইছড়িতে কিশোরীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮০ জনের করোনা শনাক্ত