খাগড়াছড়ি প্রতিনিধি : ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ এতে সভাপতিত্ব করেন। খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতাখারুল ইসলাম খন্দকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক অ্যাড. মনজিলা সুলতানা ঝুমা এতে বক্তব্য রাখেন।
বাঁশখালী প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার র্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন কুমার নন্দী। কোস্ট গার্ড বাঁশখালীর দায়িত্বরত কর্মকর্তা,পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আসহাব উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার মৎস্যচাষীরা এসময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলায় মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় সম্মাননা (জাতীয় মৎস্য সপ্তাহ ’২৫ পুরস্কার) প্রদান করা হয়।
কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলা পুকুরে ১০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করণের মধ্যদিয়ে এবং ‘অভয়াশ্রম গড়ে তুলি– দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার কাপ্তাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মৎস্য চাষীদের অংশ গ্রহণে র্যালি, আলোচনা সভা এবং সম্মাননা পদক বিতরণের আয়োজন করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন ভারপ্রাপ্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার নেলী রুদ্র। উপজেলা সভাকক্ষ কিন্নরীতে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ–সভাপতি রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতের আমীর মো. হারুনর রশীদ এবং ইব্রাহিম হাবিব মিলু। কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা। বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন, মৎস্য চাষী অজিত কারবারী এবং মো. ইউনুছ। প্রধান অতিথি সবাইকে দেশী মাছ বেশী করে চাষ করার আহবান জানান। বিক্রির জন্য মাছে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করার জন্য তিনি মৎস্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ৩জন মৎস্য চাষীর হাতে ক্রেস্ট, সনদ পত্র এবং আর্থিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেলী রুদ্র।
হাটহাজারী প্রতিনিধি : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে হাটহাজারীতেও জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।গতকাল সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শওকত আলী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন, হালদা নদী থেকে আহরণ করা মা মাছের ডিম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হালদা নদীকে যার যার অবস্থান থেকে রক্ষা করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য সমপ্রসারন কর্মকর্তা মেহেরুন নেছা, নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ রমজান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, মৎস্যচাষী ডা.আবুল খায়ের, কামাল উদ্দিন,শফিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীসহ উপজেলার শতাধিক মৎস্যচাষী উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সফল মৎস্যচাষী হিসেবে মো.শফিউল আলম,কার্প মিশ্রণ মৎস্যচাষী মো.হারুন ও পোনা উৎপদনের জন্য আব্দুল কাদেরের হাতে পুরস্কার তুলে দেন।