আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে জেলা আওয়ামী লীগের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার চিঠি ও সুপারিশ প্রত্যাহার করা হয়েছে।
অব্যাহতির নোটিশটি স্থগিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম। গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম জানান, আবদুল কাদের মির্জাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ সম্পর্কে আমি কিছু জানি না। তবে নোয়াখালী আওয়ামী লীগের শান্তি-শৃঙ্খলার স্বার্থে আদেশটি প্রত্যাহার করা হলো। এর আগে, কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়ে শনিবার সন্ধ্যার দিকে গণমাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত শুক্রবার দিনগত রাত পৌনে একটার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শনিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।