বিকেএসপির বিপক্ষে লিড নিয়ে বোনাস পয়েন্ট পেলো চট্টগ্রাম বিভাগ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

আরশাদুলের অলরাউন্ড নৈপুণ্যে বিকেএসপিকে রুখে দিয়ে বিসিবি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের পথে আরও একধাপ এগোল চট্টগ্রাম বিভাগ। সোমবার ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনে প্রথম ইনিংসে আগের দিনের ১০০ রানের সাথে আরও ১২৫ রান যোগ করে ৭৮ রানের লিড নেয় চট্টগ্রাম। পরে বিকেলে বিকেএসপি ব্যাট করে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও দিনের নির্ধারিত ওভার শেষ হওয়ায় ড্র হয় ম্যাচ। তবে চট্টগ্রাম জিতে নেয় গুরুত্বপূর্ণ ২ টি বোনাস পয়েন্ট। এর আগে রোববার টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করে ৫৯.৫ ওভারে মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানবিকেএসপি। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে মোহাম্মদ ফারদিনের ব্যাট থেকে। চট্টগ্রামের আরশাদুল ৩ টি এবং পরভেজ, মারওয়ান ও ইমাজ প্রত্যেকে ২ টি করে উইকেট লাভ করে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০০ রান করে দিন শেষ করে চট্টগ্রাম বিভাগ। কিন্তু সোমবার দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে তারা। তবে শেষ পর্যন্ত ৮৬.৩ ওভার খেলে ২২৫ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের পক্ষে ওপেনার ও ক্যাপ্টেন আরশাদুল ১২০ বলে ১৫ টি বাউন্ডারিতে করে সর্বোচ্চ ৮৬ রান। এছাড়া মিনহাজ ৩৭ ও অমিত ৩২ রান করে। বিকেএসপির আদিব মাত্র ৩০ রানে নেয় ৪ উইকেট। পরে ৭৮ রানে পিছিয়ে থেকে ৪ উইকেট খুইয়ে দিনের বাকি ২৪ ওভার খেলে ড্র নিশ্চিত করে বিকেএসপি। খেলায় অলরাউন্ড নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম বিভাগের অধিনায়ক আরশাদুল হক। চট্টগ্রামের পরের ম্যচ বৃহস্পতিবার রংপুর বিভাগের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সাউদার্ন ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধপ্রথম সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার সামনে ভারত