বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিকেএসপির বাছাই কার্যক্রম। দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণের অংশ হিসেবেই এ বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়। বাছাই কার্যক্রমে মোট ২১টি ক্রীড়া বিভাগ যথা: আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উড বল, ছোয়ান, কাবাডি, ভারোত্তোলন, ব্যাডমিন্টন, স্কটবল, রিং, জিমন্যাস্টিক্স, সাঁতার এবং টেনিস খেলায়–১০–১৩ এবং ৮–১২ বছর বয়সী ছেলে–মেয়ে (বঙিং ব্যতীত) খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইকৃত ১০০০ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে এবং বিকেএসপির ঢাকা ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে প্রথম পর্যায়ে ১ মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে ৪০০ জন খেলোয়াড়কে নির্বাচিত করে ২ মাসব্যাপী আরও একটি প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এই ৪০০ জন থেকে চূড়ান্তভাবে বাছাইকৃত খেলোয়াড়গণ বিকেএসপির দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হবেন। প্রশিক্ষণার্থীদের বয়স, শারীরিক সক্ষমতা ও পারদর্শিতা যাচাই করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক ও কর্মকর্তারা। নির্বাচিতদের নাম ও ফলাফল আগামী ২৭ এপ্রিল এসএমএস–এর মাধ্যমে জানানো হবে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী বলেন, ‘বিকেএসপির এই উদ্যোগকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’। চট্টগ্রামের উদীয়মান এই খেলোয়াড়রা অতীতের ন্যায় ভবিষ্যতেও জাতীয় পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।