বিকেএসপির তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ২৫ অক্টোবর

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ব্যবস্থাপনায় আগামী ২৫ অক্টোবর শনিবার বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকাসহ বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম এবং ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব১৬ বছর বয়সী প্রতিভাবান ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে ‘গোল ও ছক্কার ফুলঝুড়ি ২০২৫’ শীর্ষক একটি প্রতিভা অন্বেষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটের ২ জন করে মোট ১৬ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে আগামী ০১ নভেম্বর ২০২৫ তারিখ বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতা ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী চট্টগ্রাম জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার আগ্রহী খেলোয়াড়দের (বালক) জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ আগামী ২৫ অক্টোবর, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে ৯৪ টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড়দের মেডিকেল টেস্ট ২৫ অক্টোবর
পরবর্তী নিবন্ধফুটবলার বাছাইয়ে বাংলাদেশের ৩২ কোচকে ফিফার প্রশিক্ষণ