বিকাশে ২০ হাজার টাকা পাঠিয়ে দোকানিকে জাল নোট দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে চেয়েছিলেন প্রতারক। তবে শেষ রক্ষা হয়নি। ৩২ হাজার টাকা জাল নোটসহ তাকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় জব্দ করা হয় প্রতারণাকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
গতকাল মঙ্গলবার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারণা করতে গিয়ে আটক ব্যক্তির নাম মো. আবদুল মোতালেব (৩৮)। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে। তবে তাদের মূল বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
গোচরা বাজারের ব্যবসায়ী নেতা মো. ইলিয়াস উদ্দিন বলেন, বাজারের পূর্বদিকে পৌরসভা মার্কেটের তেলের দোকানের পাশাপাশি বিকাশ ব্যবসায় করেন আবদুল মান্নান। তার কাছে মোতালেব নামে ওই ব্যক্তি ২০ হাজার টাকা বিকাশ করতে যায়। বিকাশ করার পর জাল নোট ধরিয়ে দিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করতে গেলে দৌড়ে গিয়ে ধরে ফেলেন দোকানদার মান্নান। পরে তার পায়ের সাথে মোজার ভেতরে গুজিয়ে রাখা অবস্থায় সব মিলিয়ে ৩২ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে থানায় খবর দিলে এসআই মো. মিজান এসে তাকে নিয়ে যায় বলে জানান তিনি।রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।












