বিএসটিআই মহাপরিচালকের বিএসপি ফুড প্রোডাক্টস্‌ কারখানা পরিদর্শন

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম গতকাল বিসিক কালুরঘাট শিল্পনগরীর বিএসপি ফুড প্রোডাক্টস্‌ (প্রাঃ) লিঃএর কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন প্রশাসন নুরুল আমিন, পরিচালক (সিএম) মোঃ সাইফুল ইসলাম, উপপরিচালক (সিএম) মোহাম্মদ আরাফাত হোসেন সরকার, প্রকাশনা সম্পাদক মঈনুদ্দীন মিয়া, সহকারী পরিচালক (পশ্চিম ও উত্তর) তৌহিদুর রহমান ও বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ গোলাম রব্বানী, উপপরিচালক (সিএম) মোহাম্মদ কাওছার আহমেদ খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শকবৃন্দদের উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের কর্ণধার ও ব্যবস্থপনা পরিচালক অজিত কুমার দাশ। পরিদর্শকবৃন্দ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসামগ্রীর উৎপাদন প্রক্রিয়া ও সংরক্ষণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, প্রতিষ্ঠানে উৎপাদিত খাদ্যপণ্য সামগ্রী দেশের প্রত্যন্ত অঞ্চলের ভোক্তার চাহিদা পূরণ করে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের হাফেজরা বিশ্ব দরবারে দেশের পতাকা উড্ডয়ন করেছে
পরবর্তী নিবন্ধহজরত বায়েজিদ বোস্তামী রহ.-এর বার্ষিক ওরশ কাল