বিএসআরএমের বক্তব্য

| সোমবার , ৩১ মে, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বিএসএআরএম কর্তৃপক্ষ জানিয়েছে, মীরসরাইয়ে পানির সংকট শীর্ষক সংবাদ তাদের দৃষ্টিগোচর হয়েছে। এ প্রসঙ্গে বিএসআরএম কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, ১) শিল্প কারখানার জন্য পানি একটি অপরিহার্য উপাদান। মীরসরাইয়ে বিএসআরএমের একাধিক শিল্প কারখানা স্থাপিত হয়েছে এবং সেগুলোর পানির উৎস হিসেবে কয়েকটি ডিপ টিউবওয়েল রয়েছে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, সিটি কর্পোরেশনের বাইরে ডিপ টিউবওয়েলের জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তি পত্রের বাধ্যবাধকতা না থাকলেও শুধুমাত্র আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়েই আমরা এ ব্যাপারে অনাপত্তিপত্র গ্রহণ করি। ২) আমাদের কারখানাগুলোতে পানি রিসাইক্লিং পদ্ধতি বিরাজমান এবং পানির ব্যবহারেও আমরা অত্যন্ত মিতব্যয়ী। কারখানাগুলোর জন্য ছাড়পত্র গ্রহণের সময় পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন অপরিহার্য ফর্ম পূরণের সময়ে আমরা পানির উৎস হিসেবে ডিপ টিউবওয়েলের উল্লেখ করেছিলাম। উপরন্তু বৃষ্টির পানি বা প্রাকৃতিক ভাবে পানি সংগ্রহের জন্য তিন একর জমির উপর আমাদের পানির রিজার্ভার রয়েছে। উক্ত রিজার্ভারের পানিও রিসাইক্লিং পদ্ধতিতে কারখানায় ব্যবহার হয়।
৩) ডিপ টিউবওয়েল ছাড়াও পানির সম্ভাব্য বিকল্প উৎস হিসেবে ফেনী নদী থেকে পানি আনার ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পাইপ সংযোজনের ব্যাপারে রেলওয়ে মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই দ্রুততম সময়ে কাজ শুরু হবে। বর্তমানে আমরা ফেনী নদী থেকে ওয়াটার বাউজারের মাধ্যমে কলকারখানার উৎপাদন প্রক্রিয়ার জন্য পানি সংগ্রহ করছি। ৪) অগভীর নলকূপের পানির প্রাপ্যতার কোনো সংকট হয়ে থাকলে তা সাম্প্রতিক খরা, অনাবৃষ্টি ও একই পানির স্তরের কাছাকাছি অসংখ্য অগভীর নলকূপ স্থাপনের কারণেও হতে পারে। সুতরাং ঢালাওভাবে বিএসআরএমের উপর দোষারোপ করা এই সমস্যার সমাধান হতে পারে না। ৫) বিএসআরএম ছাড়াও মীরসরাই-সীতাকুণ্ড এলাকায় অসংখ্য শিল্প-কলকারখানা রয়েছে যেগুলো শুধুমাত্র ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীল। ৬) মীরসরাই উপজেলার আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিএসআরএম ভূমিকা রেখে চলেছে। ৭) উপরন্তু বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ দেশের স্টিল সেক্টরে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান যার উপর ভিত্তি করে প্রশাসনিক ও রাজস্ব ব্যয় পরিচালিত হয়। গত অর্থবছরে (বর্ষ ২০১৯-২০) আমরা রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২১০০ কোটির অধিক টাকা জমা দিয়েছি। শুধুমাত্র বিদ্যুৎ বিল বাবদ আমরা প্রতিমাসে গড়ে প্রায় ১০০ কোটি টাকার বেশি পরিশোধ করে আসছি। বিগত ৬৯ বছরের আমাদের এ বিরামহীন সততার পদচারণা প্রশংসার দাবি রাখে।
বিএসআরএম কর্তৃপক্ষ, নিরবচ্ছিন্ন উৎপাদন প্রক্রিয়া চলমান রাখার নিমিত্তে বরাবরের মতো স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও অত্র এলাকার জনসাধারণের সহযোগিতা কামনা করছে।

পূর্ববর্তী নিবন্ধআছাদগঞ্জ শুটকী ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ৭ দিনের মধ্যে বিএসআরএমের গভীর নলকূপ সিলগালা করে দিতে হবে