বিএসআরএম’র আয়োজনে হয়ে গেল স্থাপত্য সম্মেলন

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বিএসআরএম আয়োজনে ঢাকার আলোকী কনভেনশন সেন্টারে হয়ে গেল দুই দিন ব্যাপী স্থাপত্য বিষয়ক সম্মেলন। গত ৯ ও ১০ মে ‘আর্কিটেকচার : হয়্যা টু গো’ শিরোনামে এ সম্মেলন হয় বলে বিএসআরএম এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্মেলনের তিনটি পর্বে ছিল প্রদর্শনী, সেমিনার এবং সম্মাননা প্রদান। এতে অংশ নেন দেশের খ্যাতনামা অ্যাকাডেমিশিয়ান, পেশাজীবী স্থপতি ও উদ্ভাবনী তরুণ প্রজন্ম। সারা দেশ থেকে জমা পড়া ৫৪টি প্রকল্পে জলবায়ু সহনশীলতা, নগর পরিকল্পনা এবং অন্তর্ভুক্তিমূলক নকশার নতুন ধারণা তুলে ধরা হয়। খবর বিডিনিউজের।

দুই দিনব্যাপী এই সম্মেলন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ‘একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়’ দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আয়োজনটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে স্থাপত্য চিন্তার পরিবর্তনশীল ধারা নিয়ে আলোচনা এবং নির্মিত পরিবেশের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক সংলাপকে উৎসাহিত করেছে।’

সম্মেলন উদ্বোধন করেন ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি ও স্থপতি ড. আবু সাঈদ মোস্তাক আহমেদ। বিএসআরএমএর ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন, উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের প্রখ্যাত স্থপতিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’
পরবর্তী নিবন্ধদুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও ও এনসিপি নেতাকে ডেকেছে দুদক