চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, লোকবল সংকট থাকা সত্ত্বেও কোভিডের সময় মানুষের জীবন বাঁচাতে জেনারেল হাসপাতালের চিকিৎসক–নার্সগণ জীবনবাজি রেখে চিকিৎসা সেবা দিয়েছেন। বর্তমান সময়েও হাসপাতালের আইসিইউ ও অন্যান্য ওয়ার্ডে ভর্তিকৃত জরুরি ও মুমুর্ষ রোগীদেরকে টিম জেনারেল হাসপাতাল সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছে। ‘বিএলএস ও এসিএলএস’ বিষয়ে যারা প্রশিক্ষণ পেয়েছে তারা রোগীর জীবন বাঁচাতে আরও বেশি ভূমিকা রাখবে। রোগীদের মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ হাসপাতালে শীঘ্রই লোকবল নিয়োগসহ লজিস্টিক সাপোর্ট সরবরাহের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হবে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অ্যানেস্থেসিয়লজি ও আইসিইউ বিভাগ কর্তৃক সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) ও অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট (এসিএলএস) বিষয়ে প্রশিক্ষণ পরবর্তী সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে ও ডা. জয়া দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অ্যানেস্থেসিয়লজি, আইসিইউ এন্ড পেইন মেডিসিন বিভাগের অধ্যাপক (ডা.) মো. হারুন–অর রশীদ, অধ্যাপক (ডা.) সৈয়দা নাফিজা খাতুন ও অধ্যাপক (ডা.) কে.এম বাকি বিল্লাহ সবুজ। স্বাগত বক্তব্য রাখেন ডা. মঈনুল আহসান। ‘বিএলএস ও এসিএলএস’ বিষয়ে ভিডিও চিত্র উপস’াপন করেন ডা. জোহেব হাসান।
বক্তব্য রাখেন ডা. অশিন বড়ুয়া, ডা. রাজদ্বীপ বিশ্বাস, ডা. মৌমিতা দাশ, ডা. রুখমিলা আফরোজ, নার্সিং তত্ত্বাবধায়ক রাসনা দাশ, নার্সেস কর্মকর্তা মোছাম্মৎ লুৎফন্নেসা, রাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে ‘বিএলএস ও এসিএলএস’ বিষয়ক সেমিনারে অংশগ্রহণকারী প্রশিক্ষক–প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












