অর্থ পাচার ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রের যে সংস্থার ওপর, সেই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন অবৈধ সম্পদের মামলায়। গতকাল শনিবার সকালে মিরপুর–১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বেলা ১১টার দিকে বলেন, কিছুক্ষণের মধ্যেই বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুদকে নিয়ে আসা হবে। গত ২ জানুয়ারি এক কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। দুর্নীতি তদন্তকারী সংস্থাটি জানিয়েছিল, ঢাকার বিভিন্ন জায়গায় মাসুদ বিশ্বাসের নামে জমি ও ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে, তদন্তে তা খতিয়ে দেখা হবে। খবর বিডিনিউজের। অনিয়ম–দুর্নীতির মাধ্যমে ‘অঢেল সম্পদ ও অর্থপাচারের’ অভিযোগ পাওয়ার পর গতবছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি দলকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। এরপর মাসুদ বিশ্বাসের বিদেশযাত্রা ঠেকাতে ৩ অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চিঠি পাঠায় দুদক।
যাদের নামে দুদকের মামলা, তারা বাইরে থাকবে না : বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদক যাদের বিরুদ্ধে মামলা করছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) মীর মো. জয়নুল আবেদীন শিবলী। তিনি বলেছেন, যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি তারা হয় জেলে থাকবে, না হয় বেইলে থাকবে। যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করেছি, তাদের প্রত্যককে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালাব। কেউ বাইরে থাকবে না।