বিএনপির সমাবেশে হামলাকারীদের বিচার আন্তর্জাতিক আদালতে হবে

গায়েবানা জানাজায় ডা. শাহাদাত

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৩ পূর্বাহ্ণ

মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের গায়েবানা জানাজায় অংশ নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের যে সমস্ত অতি উৎসাহী কর্মকর্তা গুলি করে মানুষ হত্যা করছে, তাদের বিচার আন্তর্জাতিক আদালতে হবে। তিনি বলেন, এই সরকারের আর কত রক্ত দরকার। আর কত রক্ত দিলে এই স্বৈরাচারী সরকার বিদায় নিবে। আজকে দেশের মানুষের কোনো অধিকার নাই। সামান্য ব্যানার নিয়ে মিছিল করলেই বাধা দিয়ে গুলি করা হচ্ছে। অথচ সভা সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে গুলিবর্ষণ করে এই ফ্যাসিবাদী সরকার জানান দিয়েছে, তারা নির্যাতন করে আন্দোলন দমন করতে চায়। সমাবেশে নিজেরা গুলি করে উল্টো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। কিন্তু এখন থেকে তাদের বিরুদ্ধে আমরাও পাল্টা মামলা করবো।
গতকাল শুক্রবার বাদে জুমা কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপি ও যুবদলের উদ্যোগে শাওনের গায়েবানা জানাজায় তিনি এসব কথা বলেন। জানাজায় ইমামতি করেন দক্ষিণ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুল করিম। শাহাদাত বলেন, ভোলায় আবদুর রহিম, নুরে আলম, নারায়ণগঞ্জে শাওন ও মুন্সিগঞ্জের শাওনের রক্তদানের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, এ দেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের দমন নিপীড়নকে ভয় করে না। রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও তারা এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে।
এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মনজুর আলম চৌধুরী মনজু, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, এম আই চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক নূর হোসাইন, মহানগর বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. এস এম সারোয়ার আলম, ইব্রাহিম বাচ্চু, আবদুল বাতেন, ইদ্রিস আলী, ইউনুস চৌধুরী হাকিম, এম এ রাজ্জাক, ইকবাল হেসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, মো. ইলিয়াস, শাহাবুদ্দীন হাসান বাবু, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মোশাররফ হোসাইন, ইকবাল পারভেজ, সেলিম উদ্দিন রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি আবু হেনা মোস্তফা কামাল ছিলেন বাচিক শিল্পের বরপুত্র
পরবর্তী নিবন্ধখুলশী থানা যুবদলের দোয়া মাহফিল