বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফল করার আহ্বান

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

বিএনপির বিভাগীয় মহাসমাবেশ আজ। সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ। গতকাল চান্দগাঁও দলীয় কার্যালয়ে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের আওতাধীন ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড ও ৪৩ নং সাংগঠনিক কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল কবিরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য আরইউ চৌধুরী শাহীন। চান্দগাঁও বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাফর আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. ইদ্রিস, মো. ইসমাইল, মজিবুর রহমান মজু, মোহাম্মদ গোলাফুর রহমান, মো. ইয়াছিন, মোশাররফ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যের বিভাগীয় পরিচালকের সাথে সুজনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধআঁধারমানিক চা বাগানে কোভিড টিকা প্রদান