বিএনপির ত্রাণ সহায়তা সেলে মহানগর বিএনপির অনুদান

| বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ সহায়তা সেলে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে নগদ সাত লাখ টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। গত রবিবার সন্ধ্যায় ঢাকাস্থ বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তিনি অনুদানের টাকা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সিলেটের বন্যার্তদের সহায়তায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও সাধারণ মানুষের পক্ষ থেকে আর্থিক সাহায্য করায় চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিপিবি জেলা শাখার বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধপুকুরিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সম্মেলন