বিএনপির জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে সরকার

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

আজাদী প্রতিবেদন  | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। কর্মসূচির মধ্যে ছিল পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা, দুই নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানের বিপ্লব বেদিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দেয়া মাহফিল। এসময় বিএনপি নেতারা দাবি করেছেন, বিএনপি’র জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে সরকার। তাই দলটির নেতাকর্মীদের উপর দমননিপীড়ন অব্যাহত রয়েছে।

নগর বিএনপি : নগর বিএনপি’র উদ্যোগে পুষ্পস্তবক অর্পণকালে দলটির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। সেখানে সরকারের মন্ত্রী বলছে, ‘মানুষ তিনবেলা মাংস খাচ্ছে’! এসব কথা বলে জাতির সাথে উপহাস করছে তারা। মানুষের সাথে হাসি তামাশা করছে। তারা মেগা প্রকল্পের নামে দুর্নীতি করে বাংলাদেশকে অর্থনৈতিক মঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশকে শ্রীলঙ্কার পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রের উঁচু থেকে নিচু পর্যন্ত সবাই দুর্নীতির টাকা পাচার করেছে। এই দুর্নীতির টাকা দিয়ে তারা চট্টগ্রামে সম্মেলনের নামে কোটি কোটি টাকার ব্যানার লাগিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করেছে। এ সময় সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ হিসেবে এদেশের সমৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সততা ও দেশপ্রেম ছিল সকল প্রশ্নের ঊর্ধ্বে। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, মো. কামরুল ইসলাম।

দক্ষিণ জেলা বিএনপি : দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান ও সাবেক সভাপতি জাফরুল ইসলাম এর নেতৃত্বে বিপ্লব বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এ সময় সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ৩০ মে জাতীয় জীবনে খুবই শোকাবহ দিন। ১৯৮১ সালের এ দিনে শহীদ জিয়া চট্টগ্রাম সার্কিট হাউজে দেশিবিদেশি ষড়যন্ত্রে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে তিনি শাহাদত বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক কমিটির নুরুল আনোয়ার চৌধুরী, এডভোকেট ইফতখার মহসিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শহিদুল আলম শহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির ফজলু।

নগর যুবদল : নগর যুবদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে। এরপর বাদ জোহর নগরীর শাহ আমানত শাহ (রহঃ) মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এতে সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাসেম বক্কর। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ সভাপতি এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, মোহাম্মদ আলী সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির।

পতেঙ্গা থানা বিএনপি : পতেঙ্গা থানা বিএনপির উদ্যোগে কাটগড় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহবুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের অন্যতম সদস্য বিএনপি নেতা মো. মজিবুল হক। বক্তব্য রাখেন আবু জাফর, মো. আলমগীর, মো. লোকমান, সোলাইমান, ছাবের, নাজিম চৌধুরী, আলমগীর, গিয়াস উদ্দিন, মো. ইলিয়াছ, আবদুল হাকিম, আবু ছিদ্দীক, জাহাঙ্গীর আলম, মো. নাদির, সাইফুল, হারুন, শফি, ইকবাল, নেওয়াজ, মালেক ফারুকী, সরওয়ার কামাল, ইকবাল, মোশাররফ উদ্দিন খালেদ, ফজুল, মো. ইউসুফ, নূর মোহাম্মদ, ইমন, মোক্তিয়ার।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় তিনজনের দশ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধ১৫ উপজেলায় ক্যাপসুল খাবে ৮ লাখ ৪১ হাজার শিশু