বিএনপির গণজোয়ারকে নাশকতা প্রমাণ করতে মরিয়া আওয়ামী লীগ

প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর বিএনপির সমাবেশে ডা. শাহাদাত

| শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সারাদেশে চলমান বিএনপির কর্মসূচিতে যে জনজোয়ার দেখা গেছে তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার কারণে আওয়ামী লীগ নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা হামলা শুরু করেছে। পুলিশের সাথে বিএনপির মিছিল মিটিংয়ে হামলা করছে আওয়ামী সন্ত্রাসীরা। বিএনপির গণজোয়ারকে নাশকতা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেছে আওয়ামী লীগ।। যতই মামলা হোক, হামলা হোক, বাধা আসুক জনগণের এই আন্দোলন চলবে। হামলা মামলা যত করা হবে, আন্দোলনের গতি ততই বাড়বে। গতকাল বৃহস্পতিবার বিকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজীর দেউরী মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল নেতৃত্বে দলের ঐক্য অটুট ও সুদৃঢ় হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে আন্দোলনের মাধ্যমে হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাক, ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাসহ বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের মানবিক মর্যাদা সুরক্ষা করা। আর বিএনপির পুনর্গঠন সম্পন্ন করে দলকে সর্বস্তরে শক্তিশালী করা। দেশের জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত।
র‌্যালিটি নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয়ে নুর আহমেদ সড়ক, লাভলেইন, জুবলি রোড হয়ে তিন পুলের মাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে দুপুরে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুুল হাশেম বক্কর বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিএনপির আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকারের পেটুয়া বাহিনীর হামলায় সারা দেশের অসংখ্য নেতাকর্মীকে আহত ও গ্রেফতার করা হয়েছে। এই হত্যা করে, গুম করে, হামলা করে জনগণের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাবার যে আন্দোলন সেই আন্দোলনকে কখনোই দমন করা যাবে না। জনগণের বিজয় চলছে, চলতে থাকবে।
এ সময় আবুল হাশেম বক্করের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, মাহবুব আলম, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপানি ফুটিয়ে পান না করা ও অস্বাস্থ্যকর পরিবেশই অন্যতম কারণ
পরবর্তী নিবন্ধকক্সবাজার জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে রুল জারি