বিএনপির কোনো নেতাকর্মী যেন হাসিনার মত কর্মকাণ্ডে লিপ্ত না হয়

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গোলাম আকবর খোন্দকার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

জনগণের পাশে থেকে জনগণের দুর্দশা লাঘবে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। তিনি বলেন, ছাত্রজনতার আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। যে কৃতকর্মের কারণে হাসিনার পতন হয়েছে তা সকলকে মনে রাখতে হবে। বিএনপির কোনো নেতাকর্মী যেন তার মত কর্মকাণ্ডে লিপ্ত না হয়। তিনি গতকাল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জিয়াউর রহমানের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুর মোহাম্মদ, অধ্যাপক আজম খান, জসীম উদ্দিন সিকদার, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, কর্নেল আজিমুল্লাহ বাহার, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, মুরাদ চৌধুরী, মাহাবুব ছাফা, আবু আহমেদ, নবাব মিয়া চেয়ারম্যান, ফজল হক, এজাহার মিয়া, জহির আজম চৌধুরী, আবদুস সালাম, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, ফজল বারেক, মোহাম্মদ সিদ্দিক, ইফতেখার উদ্দিন খান, মুরাদুল আলম, শাহজাহান শাহিল, সেলিম নুর, শফিউল আলম চৌধুরী, শামসুল হক বাবু, ইলিয়াছ হোসেন তালুকদার, জিয়া উদ্দিন, নাছির উদ্দীন, কমলেন্দু শীল, আবু তাহের, এইচ এম নুরুল হুদা, জানে আলম জনি, নুর উদ্দিন, আয়ুব খান জনি, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ হাবিব, মুজিবুল হক, আকবর হোসেন, এন এ বাবুল, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, সরোয়ার চৌধুরী, আবদুল মান্নান, আব্দুল কাদের, শেখ নাজিম উদ্দীন, মোহাম্মদ ওসমান, আবুল কাশেম, মোহাম্মদ মামুন, মিনহাজ উদ্দিন, সাফায়ত হোসেন রাকিব, রায়হান উদ্দিন ইরফান ও তসলিমা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে ইবিএল
পরবর্তী নিবন্ধহতাশার সকালের পর টাইগারদের স্বপ্নময় দিন