বিএনপির কাছে নাটক মনে হওয়াটা স্বাভাবিক

জঙ্গি দমন প্রসঙ্গে কাদের

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

জঙ্গি দমন অভিযানকে ‘নাটক’ বলে বিএনপির যে বক্তব্য এসেছে, তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বিএনপির শাসনকালে জঙ্গি উত্থানের বিষয়টি দেখিয়ে বলেছেন, তাই দলটির কাছে জঙ্গি দমনের প্রচেষ্টাকে ‘নাটক’ মনে হবে, এটাই স্বাভাবিক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশে জঙ্গি আছে, নির্বাচনের আগে তা ভারত, যুক্তরাষ্ট্রকে দেখাতে সরকার ‘নাটক’ করছে। বিএনপি মহাসচিবের সেই বক্তব্যেকে ‘হাস্যকর ও নির্লজ্জ’ আখ্যায়িত করে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, তাদের কাছে জঙ্গি দমনের প্রচেষ্টাকে নাটক মনে হবে এটাই স্বাভাবিক। কারণ বিএনপির মদতেই পরিচালিত হচ্ছে জঙ্গিবাদী সংগঠনের নেটওয়ার্ক। খবর বিডিনিউজের।

বিএনপির সহায়তা, প্রত্যক্ষ মদত ও পৃষ্ঠপোষকতায় এদেশে উগ্রসামপ্রদায়িক রাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের ভয়াবহ উত্থান ঘটে। বিএনপির শাসনামলে বাংলাদেশ হয়ে উঠেছিল সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য। বিএনপি আমলে জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের উত্থানের বিষয়টি তুলে ধরে তখনও দলটির নেতাদের অস্বীকারের ঘটনাগুলো তুলে ধরেন কাদের।

তিনি বলেন, তখন বিএনপি নেতারা বলেছিলবাংলাভাই মিডিয়ার সৃষ্টি। অথচ পরবর্তীতে দিবালোকের মতো স্পষ্ট ও প্রমাণিত হয় বিএনপির শীর্ষ নেতৃত্বের পৃষ্ঠপোষকতায় এবং তৎকালীন প্রশাসন ও আইনশৃক্সখলাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে বাংলাভাইয়ের সৃষ্টি এবং জঙ্গি সংগঠনসমূহের বিকাশ ঘটেছিল।

বাংলাদেশে সামপ্রদায়িক ও ধর্মীয় উগ্রবাদীদের রাজনীতিতে আসার সুযোগ করে দেওয়ার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দায়ী করেন কাদের।

তিনি বলেন, জিয়াউর রহমান উগ্রসামপ্রদায়িক রাজনীতির যে চারা রোপণ করেছিল, তার পরবর্তীতে খালেদা জিয়ার শাসনামলে তা ব্যাপক বিস্তৃতির মধ্য দিয়ে এক মহীরুহে পরিণত হয়। এবার নির্বাচনকে সামনে রেখে বিএনপি জঙ্গিগোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আজকে যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গিগোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বিএনপি। মির্জা ফখরুলের বক্তব্যে সেই উস্কানিরই প্রতিফলন ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধভোট ছাড়া কোনো গণতন্ত্র হতে পারে না : খসরু
পরবর্তী নিবন্ধবুঝতে বাকি নেই তারেকের অর্থের যোগানদাতা কারা