প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জামে হোসেন আলালকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে চট্টগ্রামে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। যেখানে আলালকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধের ঘোষণা দিয়েছে সংগঠনের নেতারা। এছাড়া বিভিন্ন সময়ে জামায়াত শিবির ও ছাত্রদলের ক্যাডারদের হাতে নিহত ছাত্রলীগ নেতা শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগ কর্মী আরিফ রায়হান দীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বহদ্দারহাটে ৮ ছাত্রলীগ নেতাসহ সকল ছাত্রলীগ নেতা হত্যা মামলার বিচারের রায় দ্রুত প্রদানের দাবি জানান নগর ছাত্রলীগের নেতারা। বিএনপির আলালকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশে নগর ছাত্রলীগ নেতৃবৃন্দ এই দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল সংগঠন কার্যালয় থেকে শুরু করে নিউ মার্কেট মোড় হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, সম্পাদক মন্ডলির সদস্য আশরাফ উদ্দিন টিটু, এমএ হালিম শিকদার মিতু, শেখ সরফুদ্দিন সৌরভ, ইমরান কামাল বনি, সদস্য ইমাম উদ্দিন নয়ন, মমশাদ হোসেন রাব্বি, শুভ ঘোষ, সালাউদ্দিন বাবু, মো. সালাউদ্দিন, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, জাহেদুল ইসলাম, কাজী নাঈম, মিজানুর রহমান মিজান, রাকিব হায়দার, হাসান হাবিব সেতু, ফখরুল রুবেল, আরিফুল আলম আলভি, আশিকুর রহমান প্রিন্স, মিজানুর রহমান মিজান, গিয়াস উদ্দিন রনি, মো. কাইয়ুম, নুরুজ্জামান বাবু, আবদুর রহিম জিসান, তৌহিদুল ইসলাম অভি, জাবেদ রহিম মুন, রিয়াজ কাদের, মোমিন শাহ, ইমতিয়াজ রাহাত, মুজিবুর রহমান মুজিব, হাসান রুমেল, আবদুল হাবীব বাপ্পি, সাইফুল্লাহ সাইফ, নোমান সাঈফ প্রমুখ।