বিএনপির আন্দোলন বিদেশিদের ওপর ভর করে : কাদের

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

বিএনপি যে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে, তা বিদেশিদের ওপর ভর করে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশি প্রভুদের উপর ভর করে তারা (বিএনপি) যে আন্দোলন করছে তাতে জনগণের মুক্তি তো মিলবেই না, বরং দেশকে দুর্বল করবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সরকার পতন আন্দোলনের ডাকের প্রেক্ষাপটে গতকাল এক বিবৃতিতে কাদের এ কথা বলেন। বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানালেও আওয়ামী লীগ সেই দাবি মানতে নারাজ। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায়ও একই কথা জানিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি বলেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে দ্বাদশ সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবে না তারা। খবর বিডিনিউজের।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের ভিসা না দেওয়ার যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছে, তাতে বিএনপি সমর্থকরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল মন্তব্য করে কাদের বলেন, সরকার এবং দেশের জনগণের মর্যাদাকে ভূলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিল। বিএনপি নেতারা এতদিন ভিসানীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করেছে। আর এখন বলছে, কোন দেশের ভিসানীতিতে কী আছে, না আছে, দেখতে চাই না।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির তথাকথিত আন্দোলন হলো যেনতেনভাবে ক্ষমতা দখলের আন্দোলন। এই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। বিএনপির আন্দোলন মানে জাতীয় সম্পদ নষ্ট করা ও অগ্নি সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করা। যারা জনগণকে শত্রু জ্ঞান করে তারা কখনো জনগণের আস্থা পায় না।

নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তারা সরকার বিরোধিতার নামে দেশ বিরোধিতায় লিপ্ত। তারা চায় শুধু ক্ষমতা! তারা ক্ষমতা চায়, কিন্তু নির্বাচনে ভয় পায়। তাই তারা অনির্বাচিত সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।

বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আইন তার নিজস্ব গতিতে চলে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এমনকি দলের গুরুত্বপূর্ণ নেতা ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও মামলা রয়েছে এবং অনেকেই গ্রেপ্তার হয়েছে, কারাবরণ করেছে। সরকারের হস্তক্ষেপ থাকলে এমন হয় না।

তিনি বলেন, বিএনপি ভাড়াটিয়া সাইবার সন্ত্রাসীদের মাধ্যমে অপপ্রচারের অপকৌশল আরও তীব্রতর করেছে। দলটি জন্মলগ্ন থেকেই মিথ্যাচার ও অপপ্রচার চর্চা করে আসছে। তারা সত্যকে যেমন ভয় পায়, তেমন দেশের জনগণ এবং সংবিধান ও আইনআদালতকে ভয় পায়।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে বিএনপি ‘বেলতলায়’ যাবে না