সাতকানিয়ার এওচিয়া কৃষক দলের এক সমাবেশ গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুজিবুর রহমান চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন দক্ষিন জেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ মহসিন চৌধুরী রানা। এওচিয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সালাউদ্দিন সুমন, উপজেলা বিএনপির সাবেক সহ–সভাপতি মো. সেলিমুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক হাফেজ আহমেদ, দক্ষিন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল হক, জামাল হোসেন, মনজুর আহমেদ, মোহাম্মদ ইলিয়াছ, জসীম উদ্দিন, মোহাম্মদ মিজান, মো. হামিদ ও মো. জাকারিয়া। প্রধান অতিথি বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি শক্তিশালী হয়েছে। বিএনপির কোন নেতা পালিয়ে যায়নি, জেল জুলুম সহ্য করে রাজপথে থেকেছে।