বিএনপিকে ক্ষমতায় আনতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

আনোয়ারায় মতবিনিময় সভায় সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা গত রোববার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর বাহাদুরের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় প্রধান বক্তা উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন আবদুল কাদের, রাসেদুল ইসলাম,আহমেদ নুর, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ইসমাইল, আহাদ সুমন, তানজিম চৌধুরী পাপন, মোহাম্মদ সরওয়ার জামাল, মোহাম্মদ লোকমান উদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আশরাফ আলী,এম এ খালেদ,মোহাম্মদ নাছির, আবদুল মান্নান, মোহাম্মদ রাসেদ আহমেদ, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ সৈয়দ নুর, মোহাম্মদ, দেলোয়ার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সিরাজুল ইসলাম,মোহাম্মাদ ইকবাল, মোহাম্মাদ আবদুল মুবিন, আজিজুল হক আজিজ,মোহাম্মদ জয়নাল উদ্দিন, মোহাম্মদ মফিজ উদ্দিন রানা, মোহাম্মদ রফিক উদ্দিন, মোহাম্মদ আবু সালেহ,আবদুল হাকিম, মোহাম্মদ শাহাজান, আবু ছালেহ্‌ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বিগত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনে যুবদলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল্লাহ আল নোমানের শোকসভা ১০ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধচবি রসায়ন বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান