বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে দাঁতভাঙা জবাব

মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আ. লীগের সংবাদ সম্মেলনে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বিএনপি বিভাগীয় সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আওয়ামী লীগ নেতারা বলেন, গায়ে পড়ে বিরোধ তৈরি করবে না আওয়ামী লীগের নেতারা। তবে বিএনপির নেতা-কর্মীরা গায়ের ওপর এসে গেলে ছেড়ে দেয়া হবে না। এজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্ব স্ব অবস্থানে প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন। আমরা জনগণকে সাথে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেব।
আগামীকাল ১২ অক্টোবর নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা নাশকতাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশংকায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন তিন জেলার শীর্ষ নেতারা।
আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের কোনো বাধা নেই। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে তারা কোনো নৈরাজ্য সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অ্যাকশনে যাবে। আর সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বসে থাকবে না। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি,উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এই তিনজনই আগামী ১২ অক্টোবর নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশকে স্বাগত জানিয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনে বরং সহযোগী হিসেবে থাকবেন বলেও জানান তাঁরা। তবে উসকানিমূলক বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেবেন বলেও জানান তাঁরা।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, বিএনপি চট্টগ্রামে মহাসমাবেশের আয়োজন করেছে। প্রশাসনের পক্ষ থেকেও অনুমতি দেয়া হয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালন করা সকল দলের গণতান্ত্রিক অধিকার। তবে অতীত ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, আন্দোলনের নামে মিছিল মিটিং সমাবেশের নামে বিএনপি জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস চালিয়েছে। গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করেছে। পশুবাহী গাড়িতে আগুন দিয়ে নিরীহ পশু হত্যা করেছে। মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষতিসাধন করেছে। তবে জনগণের শান্তি বিনষ্ট হলে, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বসে থাকবে না। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ শেখ আতাউর রহমান, নঈম উদ্দীন চৌধুরী, প্রদীপ দাশ, শফিকুল ইসলাম ফারুক, আ স ম ইয়াছিন মাহমুদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, নিয়মতান্ত্রিকভাবে তারা কর্মসূচি পালন করবে বলে আমরা আশা করছি। তবে বিশৃঙ্খলা সৃষ্টি করলেই প্রতিহত করব।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, বিএনপিও তাদের সাথী (জামায়াত) মিলে এমন একটি পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারে, যাতে করে মানুষের জানমালের ক্ষতি হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা রুখে দেবে।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে বিএনপি যে কর্মসূচির ডাক দিয়েছে-তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তারা তাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে সভা-সমাবেশ করবে। তবে এ সভা-সমাবেশের আড়ালে যদি তারা (বিএনপি) কোনো ধরনের সহিংসতার সৃষ্টি করতে চায়, এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি করে চট্টগ্রামবাসী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের (বিএনপি) সহিংসতার দাঁতভাঙা জবাব দিবে আওয়ামী লীগ।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল নিয়ে ভিন্ন নিয়ম থাকা উচিত নয় : বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধজশনে জুলুসে লাখো মানুষের ঢল