চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এক্ষেত্রে তফসীল ঘোষণা যথা সময়ে হলেও চট্টগ্রাম থেকে একজন বিএনপি নেতা হুমকি দিয়েছেন তফসিল ঘোষণা হলেও নির্বাচন হবে কি না সেটা প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের জবাব আমরা রাজপথে থেকে দেব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোনো কারণে বাধাগ্রস্ত হলে এর দায় দিতে হবে তাদের আন্তর্জাতিক মুরব্বীদের। কারণ তাদের মুরব্বীদের দেশে গণতন্ত্র ও মানবাধিকার বলতে কিছুই নেই। গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলশী থানা আওয়ামী লীগ আয়োজিত আমবাগানস্থ আবহাওয়া অফিসের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রায় ১৫ বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি। এই আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নাই। দেখতে পাচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত ফনা তুলেছে। এই ফনা ছোবল মারার আগেই তাকে ক্রাশ করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সংবিধান সম্মতভাবে দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে চান। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইস্যু প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেয়ার বিষয়গুলো ঘোলা পানিতে মাছ শিকার করার মতই মিথ্যা ও অসাংবিধানিক ডামাডোল।
খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুমিনুল হকের সভাপতিত্বে ও কায়সার মালিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, দিদারুল আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, দিদারুল আলম মাসুম, সুরত কুমার চৌধুরী, নুরুল আলম বাবুল, এস এম ইব্রাহিম, ইকবাল হোসেন হিরন, আবুল কাসেম, মো. রাসেল, হোসাইন রাজু। এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ, রেজাউল করিম কায়সার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।