বিএনপি নেতা শামসুল আলমের ইন্তেকাল

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা বিএনপি নেতা ও ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুল আলম চৌধুরী (৯৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। গতকাল রবিবার সকাল ১১টায় ডাবুয়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সমাজসেবক জে এম ইকবাল হাসান, ডাবুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মুহাম্মদ এরশাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, শ্যামা চরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ কামাল মিয়া, ইউনিয়ন যুবদল নেতা কাজী বাদশা, কাজী জাহাঙ্গীর, আবদুর শুক্কুর, আজিজুল হক ও রবিন। গতকাল এক শোকবার্তায় গিয়াস কাদের চৌধুরী মরহুম শামসুল আলম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধ৩১ দফার আলোকে মেধাবী প্রজন্ম গড়তে মেধাবৃত্তি পরীক্ষা ১৮ অক্টোবর