বিএনপি নেতা বাদশা মিয়ার ইন্তেকাল

| সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

ডাবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়া গতকাল রবিবার বিকাল ৩টায় পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস,এম, সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, তার সহধর্মিণী বেগম ফাতেমা বাদশা কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর ধলইতে ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক না আনায় তিনজনকে কুপিয়ে জখম, যুবককে ধরে পুলিশে দিল জনতা